Important Dates
Final Application
Admit Card Download
03.07.2022 12pm to 07.07.2022 11.59pm
Admission Test
From 25/07/2022
Helpline
- Hotline (10:00 AM - 7:00 PM)
- 01703-899973
- 01703-899974
- 01797-234567
- ru_admission@ru.ac.bd
চূড়ান্ত আবেদনের যোগ্যতা | |
---|---|
প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচ.এস.সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। | |
প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিটের জন্য নির্বাচিত ৭২ হাজার প্রার্থীকে ১৫/০৬/২০২২ তারিখ দুপুর ১২টা হতে ২১/০৬/২০২২ তারিখ বিকাল ৬টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের কোন সুযোগ থাকবে না। প্রথম পর্যায়ে নির্বাচিত প্রার্থী হতে আবেদনের নির্ধারিত সংখ্যা (৭২ হাজার) পূরণ না হলে ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ে আবেদনের জন্য নির্বাচিত হবে। | |
দ্বিতীয় পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে ২২/০৬/২০২২ তারিখ রাত দুপুর ২টা হতে ২৫/০৬/২০২২ তারিখ বিকাল ৬টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের কোন সুযোগ থাকবে না। দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত প্রার্থী হতেও আবেদনের নির্ধারিত সংখ্যা (৭২ হাজার) পূরন না হলে ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রার্থীরা তৃতীয় পর্যায়ে আবেদনের জন্য নির্বাচিত হবে। | |
তৃতীয় পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে ২৬/০৬/২০২২ তারিখ দুপুর ২টা হতে ২৮/০৬/২০২২ তারিখ রাত ১১.৫৯ টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। উক্ত সময়ের পর আর কোন আবেদন গ্রহণ করা হবে না। | |
ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাইলে https://sites.ru.ac.bd/englishquestion22/ লিংকে গিয়ে ২৮/০৬/২০২২ তারিখের মধ্যে ফরম পূরণ করতে হবে। | |
ফটো পরিবর্তন ০৭/০৭/২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে করতে হবে। এই সময়ের পরে আর ফটো পরিবর্তনের আবেদন করা যাবে না। |